ফাগুন হাওয়া বুকের মাঝে
প্রহর গোনে শীত
কাঁপন শীতের দিন ফুরোল
বস্তি গাইছে গীত ।


শিমুল পলাশে রঙ লেগেছে
আগত বসন্ত দিন
গরীব কৃষক কেঁদে বলে
শোধ হবে কী ঋণ?


ব্যস্ত জীবন ব্যস্ত মানুষ
ব্যস্ত কান্না কথা
দুঃখ শোনার সময় কোথায়
কজন জানে ব্যথা।


সুখের খোঁজে ছুটছে মানুষ
হিমেল বাতাসে কান্না
খুশির রোদ উঠোন জুড়ে
তবুও হয়না রান্না।


কুয়াশার মেঘ বিলীন হয়ে
হাসবে সকল মানুষ
দুঃখ ব্যথা থাকবে জীবনে
মানুষ হবেনা ফানুস।


          *******