অভাবটা ক্রমশ হিমাঙ্কের নীচে নেমে যাচ্ছে
দুঃখের অবুঝ অঙ্গীকার উবেছে সংসার থেকে
শরীরে কোথাও ঠাণ্ডার লেশমাত্র নেই তবুও
ভাবনা চিন্তায় শরীর ক্রমশ ঠাণ্ডা হয়ে যাচ্ছে।


ঠোঁটটা শুকিয়ে কাঠ মরুভূমির মত –
বুকের পাঁজরে যে আর একটা বিশাল মরুভূমি আছে
সে কথা কেউ জানতে পারে না কখনও ...
হিমাঙ্কের নীচে ডুবে যাচ্ছে এক একটা কর্মঠ পুরুষ শরীর।


উত্তর মেরুর মত বরফে জমে যাচ্ছে সারা পৃথিবী
অভাবের এমন রূপ দেখছো কী কেউ কখনো
সাদা বরফের মধ্যে যেন দারিদ্র্যের পালঙ্ক সাজানো আছে
হিমাঙ্কের নীচে থেকে বেঁচে ফিরতে চায় সব্বাই।


ভোরের আলোয় আবার পৃথিবী হবে উজ্জ্বল
হাসিতে খুশিতে জেগে উঠবে সব শ্রেণীর মানুষ
দুঃখ থাকবে না, অভাব থাকবে না –
মানুষ যেন মানুষের পাশে থাকে সব সময়।।


     *******


রচনাকাল – ১১/১১/২০২০