চাঁদের আলোতে মুখ ঘসছে জোনাকির দল
হিমঘরগুলো ক্রমশ অন্ধকারে ডুবে যাচ্ছে
যেখানে রাখা আছে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য আলু
সাধারণ মানুষের শরীরটা আস্তে আস্তে হিমঘরের মত ঠান্ডা হয়ে যাচ্ছে।


পড়ন্ত বিকেলের উত্তাপ শুষে নিয়েছে হিমঘর
দম নিতে কষ্ট হচ্ছে মানুষ থেকে জোনাকি সব্বার
দখিনা হাওয়া থমকে দাঁড়িয়ে সীমান্তের কাঁটাতারে।


হাড় হিম করা ঠান্ডা হিমঘরের ভেতরে আর বাইরে চৈত্রের দাবদাহ
কালো বাজারীর দৌরাত্বে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে আমজনতার
আর তেল তো হিমঘরে থাকে না তবুও তেলের দাম আগুন না দিয়েও জ্বলছে।


হিমঘরে হিম হচ্ছে পণ্য আর মানুষের শরীর হিম হচ্ছে দামে
বসন্ত বাতাসে হৃদয় জুড়িয়ে যাওয়ার কথা  কিন্তু শরীর জুড়োয় কই
ঘাম আসছে দরদর করে, বাস্তবে বাঁচার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে।


            ********


রচনাকাল  - ০৫|০৪|২০২২