দিগন্তের বুক চিরে ডুবে যায় সূর্য
গোধূলির ম্লান আলোয় তৃতীয়ার বাঁকা চাঁদ
বাঁশ বাগানের ফাঁক দিয়ে উঁকি দেয়।


অঝোরে বৃষ্টি নেমেছিল গভীর রাতে
তুমুল স্রোতে হাবু ডুবু খেতে খেতে
স্বপ্নে বিরামহীন ভেসেছি সারারাত।


পথহারা শঙ্খচিল বৃষ্টিতে জবুথবু
ভেজা ডানা ঠিকানা খোঁজে একটু বাঁচার
ঝড়ের পূর্বাভাষ ছিল না পথভ্রষ্ট শঙ্খচিলের।


হলুদ ফুলের বন ডুবে যায় নীল অন্ধকারে
বুকে আগুন ছড়ায় প্রলয় বৃষ্টিতেও ...
মুখের ভাষা হারিয়ে ধ্বংস করেছি নিজেকে।


বরফের মত হিমবাহ গলছে বিছানায়
আলপথ ছুঁয়ে যায় রক্তের নদী
মায়াবী স্বপ্ন জলে ভেসে চুরমার।।


         *******