সকাল থেকে হাসছে সবাই
এসেছে শরৎ ঋতু
মেঘলা আকাশ আঁধার জীবন
আর হোয়ো না ভীতু।


কষ্টে জীবন কাটবে জানি
তবুও আশায় থাকি
মায়ের দয়ায় আসবে আলো
থাকবে না কোনো বাকি।


বন্যা খরা থাকবে জীবনে
অল্পেই মোরা খুশি
যাচ্ছে পুড়ে সুখের কাব্য
সবাই কেন দোষী?


মা আসছেন সবার ঘরে
দুঃখ হবে দূর
মাটির দাওয়ায় বসতে দেবো
বাজাও আগমনী সুর।


ভোর আলোতে স্বপ্ন লেখা
অনেক হল কান্না
দুবেলা দুমুঠো পেলেই খুশি
চাই না হীরা পান্না।


     *****


রচনাকাল  - ২২|০৮|২০২২