মধ্য দুপুর ঘুমিয়ে আছে
তোমার চরণ ছুঁয়ে
হৃদ কমলে শিউলি ফুল
পড়ছে হেসে ভুঁয়ে!


অপূর্ব রূপ দেখিনি কখনও
তোমার মাঝে আমি
হৃদয় দুয়ার মুক্ত করি
আসবে জানি তুমি!


বৃথা আয়োজন ভেবোনা তুমি
শরৎ গিয়েছে ফিরে
হৈমন্তীকা রূপটি তোমার
খুলছে ধীরে ধীরে!


হিমেল হাওয়া বইছে ধীরে
নীরবে শিশির ঝরে
খুশির জোয়ার হৃদয় জুড়ে
তোমায় মনে পড়ে!


সবুজ বনানী উদাস সুরে
বলছে অবুঝ কথা
রঙিন আকাশ মুক্ত কণ্ঠে
দেবে আবার ব্যথা?


পৃথিবীর গানে সুরেলা সুবাস
হৃদয়ে নূপুর ছন্দ
রূপকথা মন তোমাকে নিয়ে
আমি কী এতই মন্দ?


   ****