ধনী গরীব নেই ভেদাভেদ
সবাই মাখে রঙ
হোলির দিনে আবির খেলে
সাজাবে রঙিন সঙ্।


রামধনু রঙ আকাশ জুড়ে
এলো খুশির বেলা
দুঃখ ভুলে খেলব হোলি
হবে রঙের খেলা।


কোকিল ডাকে কুহু রবে
সেদিন চৈত্র মাস
শিমুল পলাশ লাল হয়েছে
শিশির ভেজা ঘাস।


রোদ ঝলমল প্রভাত আলোয়
গাইছে হোলির গান
রঙ লাগিয়ে হৃদয় দুয়ারে
করবো কলতান।


দেবতার পায়ে আবির দিয়ে
করবো শুরু দিন
তোমার আশীষ পেয়ে সবাই
শুধবো যতো ঋণ।


       *****


রচনাকাল  - ১৭/০৩/২০২২