চোখের কাজল শুকিয়ে গেছে
মনে তবুও রঙ
বয়েস তোমার অনেক হল
সেজো না আর সঙ!


যখন তুমি নবীনা ছিলে
তোমার ছিল ডানা
চোখে ছিল রঙিন স্বপন
এখন তুমি কানা!


উদাসী মেঘ হয়েছে হাজির
হৃদয় শুকিয়ে খরা
অতীত ভুলে পাড়ি দিলে
তুমি এখন মরা!


ফ্রক ছেড়ে পরলে শাড়ি
খুকী থেকে কিশোরী
তোমার জন্যে হন্যে প্রেমিক
হারালে তুমি বাঁশরী!


শ্যামের বাঁশি থেমে গেছে
তুমি এখন আশি
মিছেই তুমি কাজল পর
তোমার ঠিকানা কাশী!


রঙিন স্বপ্ন হল ফানুস
এখন মরা কাঠ
চিতার আগুণ এক নিমেষেই
পুড়বে তোমার ঠাট!

    ****