কবিতা  -  হৃদয়ের আলপথ
********************


সমুদ্রের অচিন ফেনাতে লেগে আছে লবণাক্ত স্বাদ
সূর্য ডোবা আলোয় তোমাকে দেখেছি এক পলক
ক্ষণিকের জন্যে হলেও ভুলতে পারিনি আজও সেই মুখ।


যাযাবর পাখির মতো খুঁজে বেড়িয়েছি হৃদয়ের আলপথ
যৌবন ছুঁয়ে যায় গভীর দীর্ঘশ্বাস -
উতলা হাওয়ায় ভেসে গেছি তোমার অলীক আলিঙ্গনে।


শাড়ির আঁচল জুড়ে মায়াবী স্বপ্নের হাতছানি
দীঘল কালো চুলের মাঝে হারিয়ে যাই বন্য সভ্যতায়
বিরহের মায়াজালে ছিন্ন হয়ে যায় ভালোবাসার সুরভী।


চোখের কাজলে লুকিয়ে আছে সভ্যতার উষালগ্ন
বসন্তের সোহাগী হাওয়ায় জন্মের ঋণ শোধ হয়
ভালোবাসায় আবিষ্ট হয়ে বেঁচে থাকি চিরকাল।


এক পলকের দেখা যেন অনন্তকালের চেনা রোদ্দুর
সেখানে সূর্য অস্ত যায় না, চির বসন্ত ...
হৃদয়ের অলিন্দে আজও খেলা করে ভালোবাসার সৌরভ।


              *********


রচনাকাল  // ০৪-০৪-২০২০


********************
      কবিতা  -  রঙিন মুখোশ
********************


পুড়ে যাচ্ছে যত আছে রঙিন মুখোশ
বেরিয়ে পড়ছে মানুষের আসল অবয়ব
শরীরটা যেন শ্যাওলা ধরা পুরনো বাড়ির মত
কঙ্কাল দেহটায় রঙ লাগিয়ে অপরূপ।


কবিতার পাণ্ডুলিপির মতো মানুষের জীবন
এলোমেলো, কাটাকুটিতে ভরা একটা ধূসর ময়লা খাতা
পাখির ডানায় লেগে আছে পড়ন্ত সূর্যের রঙ
মানুষের মুখগুলো আঁধার পেরিয়ে যাওয়া ক্লান্ত বকের মত।


ভাল করে হাসতেও পারে না সভ্য মানুষ
মিষ্টি কথা বলতে গিয়েও তোতলামি করে
কখন মুখ থেকে খসে পড়বে রঙিন মুখোশ
মানুষগুলো জীবনটাকে নিয়ে বাজি ধরতে খুব ভালো পারে।


সজনে ডাঁটা খেতে খুবই ভালোবাসে সব্বাই
কিন্তু খাবে কী, দাঁতগুলোও যে নকল
ঈর্ষা পরায়ন মানুষে ভরে গেছে এই সমাজ
অন্যের সুখ দেখতে না পারার যন্ত্রণা তাদের কুরে কুরে খায়।


           **********


রচনাকাল  -  ০২|০৪|২০২০