সুখের পরতে পরতে লুকিয়ে আছে কান্নার উপনিবেশ
জ্যোৎস্নার রঙ ধুয়ে ধুয়ে চোখের নিচে পড়ে কালি
সুখের বারান্দায় প্রকৃতির আলোকরশ্মিতে ঝলমল করে!


খরস্রোতা নদীর মত গতিশীল হয় না কান্নার রঙ
সুখের ধারাপাত বুঝতে বুঝতে পেরিয়ে যায় অনেকটা সময়
হৃদয়ের মানচিত্রে লেখা হয় জীবনের গোপন অবক্ষয়!


শীতের নরম রোদের মত ছাদের কার্নিশে দাঁড়িয়ে সুখ
সুখের সমস্ত অনুভব অন্তর দিয়ে উপলব্ধি করতে হয়
রামধনুর মত সুখ ক্ষণস্থায়ী প্রতিটি মানুষের জীবনে!


ক’জন ধরে রাখতে পারে সুখের পায়ে বেড়ি দিয়ে
প্রজাপতির রঙিন পাখনায় আলোকিত হয় সুখ -
দুঃখের বর্ণমালায় ভেসে যায় বহু কান্নাগ্রস্থ মানুষ!


শঙ্খচিলের ডানায় নেমে আসে অনাকাঙ্ক্ষিত সুখ ...
ধুলোর পৃথিবীতে কান্নার রঙ অনেক বেশি উজ্জ্বল
সীমিত মানুষের জীবনে সুখ বন্দী সারাটা জীবন!


             ********