নদীর জোয়ারে ভেসে যায় ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা
ভেসে যায় নদীর জোয়ারে পাল তোলা নৌকা
বুকের বারুদ সেতিয়ে গেছে অজান্তে –
অস্তগামী সূর্যের আলোর মত লাগে নিজেকে।


চোখের জলে হামাগুড়ি দেয় ঈশ্বর
দুঃখের দিন হবে কী করে শেষ?
কুয়াশায় ঝাপসা লাগে অনাগত ভবিষ্যৎ
তবুও আশায় বাঁচি মেঘলা রোদ্দুর কুঁড়িয়ে।


না বলা কথা অভুক্ত থাকে চিরকাল
বাঘবন্দি খেলায় হারতে হারতে ...
কখন বন্দী হয়েছি খাঁচায় নিজের অজান্তে
হৃদয়ের উত্তাপ ক্রমশ ম্লান হয়ে আসে।


        *********