নতুন ধান স্বপ্ন দেখায়
নতুন করে বাঁচা
সোনালী ফসল হাওয়ায় দোলে
জীবন বন্দী খাঁচা!


সুরভিত মন যায় শুকিয়ে
মাথায় হাজার দেনা
ফসল বেচেই শুধবে ঋণ
সবই ধারে কেনা!


সুখের সময় যায় হারিয়ে
কান্না লুকিয়ে হাসে
বিধাতা পুরুষ জনম জনম
গরীবকে মারে চাষে!


সোনালী ধান এসেছে ঘরে
মহাজন দেয় হানা
চাষির দুঃখ বোঝেনা তারা
শোনেনা কোন মানা!


দুঃখের দিন রবে চিরকাল
গরীব পাবেনা খেতে
সোনার ফসল লুটেই নেবে
উল্লাসে ওঠে মেতে!


সোনালী স্বপ্ন নিমেষে ভগ্ন
হৃদয়ের নদী মরা
কঠোর শ্রমের এই প্রতিদান
জীবন দুঃখে ভরা!


   *****