ধূসর জীবনে মায়াবী চাঁদের আলো নেই
আছে শুধু একমুঠো করুণ হাহাকার -  
শ্যাওলা জমা স্যাত স্যাত ক্ষয়ে যাওয়া পুরনো বাড়ির মত
জীবনের সমস্ত দুর্যোগ পেরিয়ে মুখ উঁচু করে বাঁচা।


এটাকে কী বাঁচা বলে, মরে বাঁচা ...
ক্ষুধার্ত বাঘের মুখে এক চঞ্চল হরিণীকে ছেড়ে দেওয়ার সমান
রক্তের স্বাদ পাওয়ার জন্যে পাগল বাঘ
এক মুহূর্তেই শেষ করে দেয় খাদ্য খাদকের সম্পর্ক।


কঠিন জীবনের বাঁকে দাঁড়িয়ে আছে আধুনিক সভ্যতা
কে কেমন আছে খোঁজ নেওয়ার দরকার নেই
মুখের হাসিটাও যেন বস্তি থেকে ধার করা
দুঃখ আছে ঠিকই কিন্তু হাসিতে কৃত্রিমতা নেই।


বিকেলের রোদ নেমে গেছে সীমান্ত পেরিয়ে অনেকদূর
নদী জলে এখনও সূর্যের রক্তিম আভা ঢেউ খেলছে
মানুষের জীবনে দুঃখ নামক বস্তুটা বড়ই মায়াময়
কিন্তু সভ্য মানুষের এতো সময় কোথায়
হৃদয়ের ক্যানভাসে খুলে দুঃখের করুণ ছবিটা একবার দেখার ...


            *****