ছোট ছোট সুখ কুড়িয়ে নিয়েছি মরা রোদ্দুর থেকে
টাকা নেই তবুও বাঁচতে জানি সুখগুলো বুকে নিয়ে
আজন্ম লাঞ্ছিত হয়েও আজ জীবন করেছি ধন্য!


সব ঋণ থেকে পাইনি মুক্তি তবুও বাঁচতে জানি
অভাবী সহজপাঠে বাহুল্যতা দেখাবার স্পর্ধা নেই
খুশির ফোয়ারায় জীবন ছোঁয়নি তাই বেঁচে আছি আজও!
        
দুঃখের কানাগলিতে কেটে গেছে জীবনের অর্ধেক পথ
ঘনীভূত আকাশের মেঘের মত লড়াই করেছি আজীবন
রঙচঙে জীবনকে ছুঁতে পারেনি কখনো কোনদিনও ...


ধুলো ঝড়ে উড়ে গেছে হৃদয়ের কান্না ভেজা অপরিচ্ছন্ন উঠোন
নিদ্রাহীন জীবন ভেলায় ভাসিয়ে দিয়েছি অনাস্বাদিত যৌবন
টুকরো টুকরো সুখগুলোকে নাড়াচাড়া করি অজান্তেই।


শঙ্খচিলের ডানায় আজও লেগে থাকে গোধূলির রঙ –
নিজের যা প্রাপ্য সেটাতেই খুশি থাকলে সুখ মিলবে
অধিকারের বাইরে গেলেই চোখের পলকে সুখ হাওয়ায় উবে যাবে!


        *********