শ্রাবণের মেঘে বৃষ্টি কোথায় যে ভিজবো
আকাশে ভেসে বেড়ায় অলস মেঘের দল
ছিটেফোঁটা বৃষ্টিতে কি আর মন ভরে মাটির
মাটির বুক চিরে বেরিয়ে আসবে এক অপূর্ব সুবাস।


বর্ষার জলে ভিজতে ভিজতে চাষ করবে কৃষকের দল
জলে টইটুম্বুর হবে পুকুর নদীনালা মাঠ –
সবুজ বনানী ভিজে হবে পাগলপারা
কচি ধানের চারাগুলো হাওয়ায় কাঁপবে থিরথির করে।


বৃষ্টি ভেজা কদম ফুলের গন্ধে মাতোয়ারা হবে আকাশ বাতাস
বৃষ্টিতে ভিজতে চাষির কোনো কষ্ট হয় না
তাদের কঠোর পরিশ্রমে ঘরে আসে সোনার ফসল
ঝড় বৃষ্টি রোদ্দুর তাদের জীবনের নিত্য সঙ্গী।


শ্রাবণের ধারায় হৃদয়ের নদীও দুকূল ভাসায়
জীবনের গানে লেখা হয় ভালোবাসার মিলন কাব্য গাঁথা
মেঘের ফাঁক দিয়ে উঁকি মারে মায়াবী জ্যোৎস্না আলো
বর্ষার বৃষ্টিতে ভিজুক মাঠ পুকুর মানুষ প্রকৃতি সব্বাই।।


      **********


রচনাকাল – ২৮/০৭/২০২০