ভালোবাসার রোদ গলে তৈরি হয়
এক পবিত্র সোনালী ঈশ্বর ...
হৃদয়ের অসীম শূন্যতার মাঝে তার স্পর্শে
জেগে ওঠে ভালোবাসার বৃহৎ নদী।


ঝড়ো হাওয়া ফসলের বুক চিরে দেয়
নব জন্মের অঙ্গীকার হারিয়ে যায় ফসলের
মাটির পৌরুষ কেড়ে নেয় খরস্রোতা নদী
পাড় ধসে বেরিয়ে পড়ে মাটির কঙ্কাল।


উদাসীন মন খুঁজে বেড়ায় ভালোবাসার উর্বর গন্ধ
জংলী শরীর শুষে নেয় মায়াবী অন্ধকার
অচেনা বারান্দায় লাজুক বাঁকা চাঁদ উকি দেয়
কাক ভোর হতেই বেরিয়ে পড়ে খোলস ছেড়ে।


পাতা ঝরার সময় আসেনি এখনও -
তবুও বুকের লুকনো শিউলি গাছে ঝরছে পাতা
খাঁচার বন্দী পাখি উড়ে গেছে এক সুযোগে ...
হৃদয়ে নাব্যতা থাকলে বার বার জন্ম নেবে এক ঈশ্বর।।


              ********