ঈশ্বর আছে বলেই মানুষ এখনো আছে  বেঁচে
জীবনের পরতে পরতে দুঃখের মহা মিছিল
শরৎ রোদ্দুর শুষে নিয়েছে চোখের জলের প্লাবন।


জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে অসুস্থ আত্মা
ঈগল পাখির ঠোঁটে চুমু খেয়ে ভেসে যায় শরতের মেঘ
ভাঙা শামুকের মাংস খেয়ে কতদিন চলবে আগামীর ভবিষ্যৎ।


শিউলি ফুলের গন্ধ ভেসে আসে দিগন্তের সীমানা ছুঁয়ে
পেট ভরে একমুঠো অন্ন জুটুক না জুটুক ফুলের গন্ধে পেট ভরে যায়
লম্বা লাইন সাপের মত এঁকেবেঁকে গেছে, ক্ষুধার্ত মানুষের মিছিল!


এতো কিছুর পরেও মানুষ ঈশ্বরের চরণ ছাড়েনি
বাঁচতে চায়, মানুষ কখনো ভোলে না ঈশ্বরই একমাত্র পথ
জীবনের ধূসর ক্যানভাসে ক্রমশ ভেসে উঠছে মলিন ঈশ্বরের মুখ।


            ********


রচনাকাল - ০৫|০৯|২০২১