এক দুই তিন
বাঁচার রাস্তা দিন
চার পাঁচ ছয়
মানুষ পাচ্ছে ভয়।


সাত আট নয়
আমরা করবো জয়
দশে আছে শূন্য
মানুষের নেই পুণ্য!


সংখ্যা নিয়ে খেলা
জীবন বাজির ভেলা
ঈশ্বর আল্লা যীশু
মানুষই অবোধ শিশু।


সবার চোখে জল
প্রার্থনা হবে নিষ্ফল
জীবনের নাম লড়াই
ছাড়ো অহং বড়াই।


পাপ পুণ্যের হিসাব
দিতেই হবে জবাব
প্রভুকে করবো স্মরণ
নইলে নিশ্চিত মরণ।


   ****


রচনাকাল – ২২/০৪/২০২১