হেমন্তের প্রথম প্রভাতে হালকা হিমেল ছোঁয়ার  পরশ
শিশির বিন্দুর প্রতিটি স্পর্শে যেন এক অনন্য অনুভব
শরৎকালের শেষেও তীব্র গরম ছোঁয়া পেয়েছে সব্বাই।


দিগন্তের কাশফুল ক্রমশ শুকিয়ে যাচ্ছে হেমন্ত ঋতুর আগমনে
শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে আছে একরাশ অভিমান নিয়ে
হৃদয়ের কার্নিশ ছুঁয়ে পেরিয়ে গেছে বিজয়া দশমী।


ধীরে ধীরে কুয়াশার চাদরে মুড়ে যাচ্ছে চরাচর
মানুষের মুখে ক্রমশ হাসি ফুটতে শুরু করেছে
সোনার ফসলে ভরে উঠছে মাঠের পর মাঠ।


ফুলের বুকে মধু জমতে শুরু করেছে অলীক জোছনায়
জোনাকির উৎসারিত আলোয় স্নান করছে মৌমাছির দল
পাখিদের ডানায় ভর করে মেঘ ফিরে যায় তাদের আপন দেশে।


বাতাসের বুক চিরে বেরিয়ে আসছে হিমেল বাতাসের সুগন্ধ
হেমন্ত ঋতুর আগমনে ফুলে ফুলে ভরে উঠছে ঈশ্বরের বাগান
ঐ বাগানে বুক ভরে নিঃশ্বাস নেবার অধিকার আছে সব্বার।


           *******


রচনাকাল  - ১৮|১০|২০২২