ফুল পাখি আকাশ নদী
কোনটা বেশী সুন্দর
প্রতিটি নারীর হৃদয়ে লুকিয়ে
আছে সুবিশাল বন্দর।


নারী জনম সার্থক হবে
পাবে জননীর স্বাদ
যত দুঃখ আসুক জীবনে
নেই নারীত্বে খাদ।


সন্তান বুকে জড়িয়ে জননী
কষ্টের হবে অবসান
মাতৃত্বের স্বাদ নারী ছাড়া
বুঝবে শুধুই ভগবান।


এক পৃথিবী সুখের খোঁজে
আশায় বাঁধে বুক
বড় হয়ে ক’জন সন্তান
জননীকে দেবে সুখ!


ফুল পাখি আকাশ নদী
সবই প্রকৃতির দান
নারী হৃদয়ে সন্তানই হল
জনম জনমের প্রাণ।


   ****


রচনাকাল – ০১/১০/২০২০