পুবের আকাশে সোনালী ভোর
এসেছে শরৎ ঋতু
শিউলি ফুল সুবাস ছড়ায়
প্রকৃতি হয়েছে সেতু।


কাশফুল যত দুলছে হাওয়ায়
মেঘগুলো করে খেলা
সবার হৃদয়ে জাগবে খুশি
আসছে শারদ মেলা।


ধনী গরীব নেই ভেদাভেদ
ভুলবে কান্না ব্যথা
খুশির আবেশে ভাসবে সবাই
হাসিতে ফুটবে কথা।


শারদ প্রকৃতি রামধনু রঙ
বাতসে আগমনী সুর
আসছে জননী মোদের ঘরে
সময় নেইতো দূর।


উৎসব আহ্লাদে কাটুক জীবন
এই ধরণীর ভূমি
তোমার আশিষে হোক মঙ্গল
বাঁচাও মাগো তুমি।


   ****


রচনাকাল – ০৭/০৯/২০২০