দু’হাত বাড়িয়ে দিয়েছি আমি
ধরবে কী এই হাত
নোংরা বলে ছুঁলেনা তুমি
দেখলে শুধুই জাত!


স্পর্শে তোমার যাবেনা জাত
রেখো তুমি মনে
ভালোবাসার হাত দিয়েছি বাড়িয়ে
শোধ করবে ঋণে!


মাটিতে মোরা বিছানা বিছাই
মাটিই হল আপন
লুকিয়ে আছে মাটির মধ্যে
সুখের সৃষ্টি রোপণ।


মাটির কাজে লাগবে ধুলো
নোংরা হবে দেহ
মনটা যদি হয় শুদ্ধ
হৃদয় ছোঁবে কেহ।


পতিতা পল্লীর মাটি দিয়ে
দূর্গা প্রতিমা হয়
জাত নিয়েই রইলে তুমি  
কেন করো ভয়!


   ****


রচনাকাল – ০১/১০/২০২০