ছায়া নেমে আসে আঁধারের পথে
ঠিকানা খুঁজে খুঁজে মানুষ অসহায়
চাঁদ ডুবে গেছে অচেনা পথ ধরে
ভাগ্যের চাকায় পাক খায় জীবন।


যাযাবর ঝড় থেমে গেছে আগেই
দলিত মানুষ আলোর পথে হাঁটে
ওদের সুখ দুঃখ ব্যথা শুনবে কে
ঋণের বোঝা নেই মাথার উপর।


কালো শরীর পাথরে কান্না লেখে
খোলা আকাশ ওরাই নিয়েছে কিনে
ঝড় বৃষ্টির তাণ্ডবে ওরা হাসে
মুক্তির পথ খুঁজেও দেখেনা ওরা।


মাটিতে লিখছে অচিন সুখের কবিতা
আকাশ ডাকলে পায়না কেন ভয়
কবিরা এখন লেখে না ওদের কাব্য
মৃন্ময়ী চাঁদ তবুও সদাই হাসে।


আজ এখানে কাল কোথায় তোমরা
সময়ের কাছে আজও কেন বেওয়ারিশ
বোধনের গান কেউই গায় না আর
যাযাবর ঝড়ে থাকবে ওরাও বেঁচে।


         *******


রচনাকাল - ১৭|০৫|২০২১