বেঁচে থাকার ইচ্ছেগুলো ডানা মেলছে হাওয়ায়
শীত মাখা রোদে জীবনের গান গাইতে ইচ্ছে হয়
শৈশবের দিনগুলো মিষ্টি ভোরের মতই ছিল –
মায়ের আঁচলের সৌরভে মঁ মঁ করতো স্নেহ মমতা!


এতো গুলো বসন্ত পেরিয়েও ভুলতে পারি কই শৈশবদিন
বড় রঙিন মখমলের মত সুন্দর ছন্দময় জীবন –
জলপ্রপাতের শব্দের মত উচ্ছল চঞ্চল মাদকতাময়
ভোরের মায়াবী প্রভাতের মতই অপূর্ব সুন্দর!


স্বপ্নগুলো জীবনের রঙ বদলে দেয় ইচ্ছেমত
ঘাসের বুকে শিশির বিন্দুর নীরব অভিমান
একটু পরেই সূর্যের তাপ শুষে নেবে শিশিরস্নাত সৌরভ
মুক্ত জীবনে আনন্দের মধ্যেও লুকিয়ে গোপন ব্যাথার বীজ!


পরিযায়ী পাখির দল ঝিলের জলে করছে জলকেলি
শীতের শেষে আবার ফিরে যায় লক্ষ মাইল দূর ...
স্বপ্ন বুকে ভেসে বেড়ায় যাযাবর পরিযায়ীর দল
মানুষও জীবনের গান গাইতে গাইতে স্বপ্নগুলো বাঁচিয়ে রাখে প্রতিদিন!


             *******