কবিতা   -  সাঁঝের প্রদীপ
*****************


উজান স্রোতে ভাসছি মোরা
কোথাও নেই কূল
চমকে দেখি মাঝ সমুদ্দুর
স্বপ্ন নাকি ভুল।


আকাশে নেই রামধনু রঙ
দেখিনা ঝড়ের বহর
তবুও কেনো ভয়েই মরি
মিছেই কাটে প্রহর।


সাঁঝের প্রদীপ তুলসী তলায়
দিচ্ছে গাঁয়ের নারী
লাজুক আঁখিতে করছে প্রণাম
আসেনি বর্ষা বারী।


ভাটিয়ালি সুরে উদাস বাউল
গাইছে মধুর গান
দখিনা হাওয়ার পরশ মেখে
জুড়ায় সবার প্রাণ।


শাখায় শাখায় ফুলের শোভায়
মোহিত করে হৃদয়
শত দোষেও জননী হাসে
তিনি বড়ই সদয়।


হঠাৎ স্বপ্ন গেল ভেঙে
এখন গভীর রাত
উজান স্রোত সবই মিছে
মাথায় স্নেহের হাত।


     ********


রচনাকাল  -  ২৬|০৪|২০২০



***************
   কবিতা  -   তৃষ্ণা
***************


বৈশাখী মেঘ অস্থির করে
সাথে ঝড়ের খেলা
সাঁঝের আগেই আকাশ আঁধার
আসেনি গোধূলি বেলা।


ছুটছে মাঠে রাখাল বালক
সঙ্গে গোরুর পাল
আকাশ পাখিরা আতঙ্কে হাঁপায়
ভাঙছে গাছের ডাল।


এক নিমেষে নামলো এসে
মুষল ধারায় বৃষ্টি
বুকফাটা জমি তৃষ্ণা মেটায়
এবার হবে সৃষ্টি।


রুক্ষ প্রকৃতি বৃষ্টি ছোঁয়ায়
হৃদয়ে জাগছে প্রাণ
কৃষকের মুখে ফুটবে হাসি
এযে প্রকৃতিরই দান।


চাষের জমির মূল্য কতো
জানেনা নগর জীবন
ঘাম ঝরিয়ে কঠোর শ্রমেই
সোনালী ফসল বপন।


সবুজ বনানী হাসছে আবার
পেয়েছে বৃষ্টি স্বাদ
প্রকৃতির সাথে লড়াই ছেড়ে
অহং করো বাদ।


         *********


রচনা কাল  -  ০৩|০৫|২০২০