আলো ঝলমল জন্মদিন খুশির জন্মদিন
সবাই হাসুক আনন্দে বাঁচুক জীবন হোক রঙিন


জন্মদিনে হয় উৎসব খুশিতে ভরে জীবন
কুঁড়ে ঘরে আঁধার রাত কখন করবো স্মরণ।


কেক মোমবাতি কাটছে ধনী জ্বলছে সুখের আলো
ডাস্টবিন ডাকে আয় ছুটে আয় খেয়ে যা আছে ভালো।


জন্মদিনে পেলো উপহার গলায় সোনার হার
দাঁড়িয়ে আছে অভুক্ত শিশু যেথায় প্রবেশদ্বার।


অবাক তাকিয়ে ধনীর শিশু বাইরে এসব কারা
ছেঁড়া পোশাক নোংরা শরীর জন্মদিন জানেনা ওরা!


উড়ছে টাকা জন্মদিনে আয়োজনে দেদার ভোজ
ইলিশ চিংড়ি বিরিয়ানী পায়না তো আর রোজ!


উচ্ছিষ্ট খাবারে ডাস্টবিন ভরে ছুটছে শিশুর দল
সভ্য সমাজ তাকিয়ে দেখো আসবে চোখে জল!


    ********