তোমার রক্ত আমার শিরা উপশিরায়
তোমার গর্ভে দশ মাস দশ দিন -
তোমার নিঃশ্বাসে বেড়ে ওঠা ভ্রূণ ক্রমশ বড় হয়
জন্ম নেয় শিশু, পৃথিবীর আলো দেখাও তুমি।


নারীকে যারা মাটিতে মেশায় জননীও তাদেরকে করে না ক্ষমা
নারীর পায়ে দিয়েছ বেড়ি শৃঙ্খল যার নাম
হাতের মধ্যে সঁপে দিয়েছ দুঃখের নামাবলী
উজান স্রোতে ভেসে যায় নারী শরীরের বসন্ত রোদ্দুর।


তোমরা কান্নাকে ভুলে গিয়ে ঘুরে জীবনকে দেখো
আকাশের রামধনু রঙ নারী হৃদয়ের অন্তর ছুঁয়ে যায়
জোছনার রঙ থেকে সৃষ্টি হয় নারীর স্বর্গীয় রূপ।


চোখের তারায় খুশি ঝরে পড়ে যখন সন্তানকে বুকে জড়িয়ে আদর করে
আবার ঐ জননী সন্তানদের রক্ষা করতে ত্রিশূল হাতে অসুরও দমন করে
নারী শক্তির অপার মহিমা যুগে যুগে দেখেছে সারা বিশ্ব
নারীকে অবহেলা নয়, নারী হল জননী, নারী হল রনং দেহী দেবী দশভুজা।


             ******


রচনাকাল - ০৭/০৩/২০২২