যাঁতাকলে আটকে গেছে সব শ্রেণীর মানুষ
শুধু ইঁদুর ধরার জন্যে যাঁতাকল লাগে না
মানুষ আটকে গেছে ঐ ছোট্ট একটা যাঁতাকলে।


দু’চোখে দেখছে সর্ষে ফুল –
একদিকে বন্যা অন্যদিকে কঠিন মারণ রোগ
কোনদিকে যাবে, কী করবে – মাথা ঘুরছে বনবন!


শ্রাবণের ধারার মত অভাবটাও পিছু ছাড়ছে না কিছুতেই
পরিযায়ী শ্রমিকের মত অশান্ত কষ্টের জীবন –
যাঁতাকল থেকে মুক্তির পথ জানে না কেউই।


নীল আকাশে কখন ঢেকে গেছে কালো মেঘে
কিছু বোঝার আগেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি বজ্রপাত ...
জীবনের রঙ ধূসর থেকে গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে।


ঈশ্বর! অনেক তো হল, এবার যাঁতাকলের খেলা বন্ধ করো
অসহায় মানুষ আর পারছে না এই দুঃসহ বোঝা টানতে
খুশির রঙ লাগিয়ে দাও সব্বার মুখে, হৃদয়ের অন্তরে।।


      ******


রচনাকাল – ২৬/০৭/২০২১