জাঁতাকলে আটকে গেছে মানুষ -
ভোরের আলো ফুটে উঠলে ওরা ভয় পায়
রাতের অন্ধকারে ক্ষরণটা কারুর চোখে পড়ে না।


বন্ধু বন্ধুকে চেনে না  -
মানুষ মানুষকে ভুলে যায় অনায়াসে
সহজপাঠ বোধগম্য হয় না আজও সভ্য মানুষের।


ঠকতে ঠকতে ওদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে
দগ্ধ জীবন ভরা কোটালের স্রোতে ভেসে যায়
জাঁতাকল থেকে মুক্তি কবে জানে না কেউ।


চোখ থেকে উবে গেছে রঙিন স্বপ্নের ঘোর
মরা মানুষের মিছিল চলবে কতকাল -
কাটা ঘুড়ির মতো ভাসতে ভাসতে কোথায় হারিয়ে যাবে একদিন ...


সোনার রথ এসে দাঁড়িয়েছে উঠোনে
আকাশ পথে শোনা যায় জোনাকির কান্না
মানুষের কান্না কেউ কী শুনতে পাচ্ছো!!


             *******


১০ই নভেম্বর ২০২২