জাতির জনক মহাত্মা গান্ধী
তুমিই যেন ঈশ্বর
দেশের জন্যে দিলে প্রাণ
নিজেকে করলে নশ্বর।


মাতৃভূমির জন্যে তুমি
জীবন করলে বলিদান
তোমার রক্তে লেখা স্বাধীনতা
সবই হয়েছে মৃয়মান।


খালি শরীর এক ধুতিতে
করলে বিশ্ব জয়
হাতে লাঠি জীবন বাজি
ছিলে অকুতোভয়।


দেশের টাকায় তোমার ছবি
গর্বে ভরে বুক
ভারত ভূমি দিল সম্মান
এতেই মোদের সুখ।


জন্ম দিনে জানাই প্রণাম
হে মহান বীর
জাতীয় পতাকা উড়ছে আকাশে
নোয়াই মোদের শির।


      *******


রচনাকাল - ২রা অক্টোবর ২০২০
                  (গান্ধী জয়ন্তী)