একটি ছাতায় ভিজছি মোরা দু’জন
ছাতার কাপড় কত হবে কৃপণ!


আঁচল ধুয়ে নামছে অঝোর ধারা
ভিজে ওষ্ঠ কেন এমন পাগলপারা!


সাঁঝের প্রদীপ নিভে গেছে হাওয়ায়
ভেজা শরীর বসেছে মাটির দাওয়ায়!


সুখের ঘর খুঁজছে ঝড়ের পাখি
চোখের জল মেঘের বুকে রাখি!


ছাতা ছোটো তবুও ভিজে সুখ
দু’জন ভিজতে নেই যে কোন দুখ!


        ******