বালুচর জুড়ে শুধুই ঝিনুক ঝিনুক আর ঝিনুক
কজন খুঁজে পায় মুক্তোর সন্ধান ...
সমুদ্রের অনন্ত জলরাশির মধ্যে লুকিয়ে মুক্তোর দল
পোড়খাওয়া নাবিকও মাঝে মাঝে দিকভ্রান্ত হয়!


জীবনের ওঠাপড়ার মধ্যে খুঁজে বেড়ায় সুখ  
সুখ খুঁজতে খুঁজতে দিশেহারা সাধারণ মানুষ
ভালোবাসার পরশমণি পেতেও কেটে যায় সারাটা জীবন
সুখ আর ভালোবাসা যেন মুক্তোর মতই অধরা!


মানুষ বড় কাঙাল একমুঠো ভালোবাসার জন্যে
জীবনের বালুকাবেলায় হিসাব মেলে না আর
মধ্য গগনের সূর্যটাও কখন রক্তিম আভা ছড়িয়ে ডুবে যাচ্ছে
কজন পেয়েছে সুখের নিশ্চিত ঠিকানা ...


চোখের তলায় কালি জমাট অন্ধকারে ভরে আছে
রঙ মশালের বারুদ ফুরিয়ে নিশ্বেষ হয়ে গেছে কখন
বালুচরে ঝিনুক খুঁজেই চলেছে লক্ষ কোটি মানুষ -
যদি কোন দিন সৌভাগ্যের দরজায় উঁকি দেয় মণি মুক্তো!


            ******