বরফের দেশে সূর্য এসে
শুষে নিচ্ছে জল
ঝর্ণার জল পাথর হয়ে
গড়িয়ে পড়ে স্থল।


সহজ সরল এই পৃথিবী
শুকিয়ে হচ্ছে মরু
উচ্ছল নদী পথ হারিয়ে
ক্রমশ মরে সরু।


থমকে দাঁড়িয়ে বোবা সাগর
জীবন চোখের বালি
বরফ দেশের মানুষের মুখ
পুড়েই যেন কালি।


প্রকৃতির এমন কঠিন রূপ
দেখেনি আগে মানুষ
নিজেদের পায়ে কুঠার মেরে
মানুষই হচ্ছে ফানুস।


ধ্বংসের ফল নিতেই হবে
মানো না তোমরা ঈশ্বর
প্রতিশোধ নিতেই বরফও পাথর
মানুষের শরীর নশ্বর।


     ******


রচনাকাল  -  ১৮|০৪|২০২১