জোর করে নিচ্ছে কেড়ে
মনের সোনা রোদ
সুখের হাসি নিগড়ে নিলেই
হারিয়ে যাবে বোধ!


জুলুম বাজি করছে সবাই
যার আছে শক্তি
সারা জীবন এমনি কাটে
কবে পাব মুক্তি!


চাষের জমি নিচ্ছে কেড়ে
অন্ধ বিচার করে
উল্লাসে হাসে জুলুম রাজ
স্বার্থের নদী ভরে!


বেদনার গান মৃত কান্নায়
নীরবে নিভৃতে কাঁদে
দমকা হাওয়ায় ফালাফালা হয়
গরীব পড়েছে ফাঁদে!


ন্যায় বিচার হয়না কখনো
জীবন বাজির খেলা
ভোরের আলোয় অমানিশি কেন
যেন আঁধার বেলা!


    ****