হাওয়ার বেগে ছুটছে নারী
কোথায় পাবে শান্তি
ছুটে ছুটে জীবন সারা
এসেছে হৃদয়ে ক্লান্তি!


ভোরের আলো না ফুটতেই
বেরিয়ে পড়ে কাজে
দশটা বাড়িতে যেতেই হবে
নইলে বলবে বাজে!


দু’চোখ গেছে গর্তে ঢুকে
শরীরে এসেছে রোগ
ভালো মন্দ জোটেনা কিছুই
কেমনে করবে ভোগ!


সুখের ঠিকানায় কান্না লেখা
জীবন এক গিরিখাত
সভ্য মানুষ টিটকারি দেয়
নেই কী ওদের জাত!


বারো মাসই ছুটছে নারী
যেন কলের চাকা
পাখির ডানায় স্বপ্ন ভাসে
ভগ্ন জীবনে ধোঁকা!


   ****