অভিমানী মন দুয়ার খুলে
দেখছে নীল আকাশ
মেঘ হারিয়ে হাসছে দেখো
বইছে দখিনা বাতাস!


জীবনের গান গাইছে বাউল
কোথায় সোনার রোদ
দুঃখী মানুষ হাসবে আবার
জাগবে মনের বোধ!


জীবন ব্যথা ভুলবে সবাই
হৃদয়ে ফুটবে হাসি
একমুঠো রঙ দাও ছড়িয়ে
দুঃখ করো বাসি!


ভোরের আলোয় নামছে শিশির
ভুলবো কষ্ট ব্যথা
হাসিতে খুশিতে রাঙাবো হৃদয়
জীবন নকশি কাঁথা!


জোনাকির আলোয় আঁধার কাটে
ঘুমিয়ে দুধের শিশু
রাতের তারায় পথ হারিয়ে
খুঁজছে পথিক যীশু!


    ****