মাঝ নদী, ভাঙ্গা নৌকায় জল ঢুকছে হু হু করে
কে কাকে বাঁচাবে, সব্বাই বাঁচতে চায়
সাঁতার জানলেও কী বাঁচা সম্ভব!


জীবনের নৌকাটাও যদি ফুটো হয়ে যায়
তখন সামাল দেওয়া খুবই দুরূহ -
টালমাটাল জীবন, কে কোথায় ভেসে যাবে অজান্তে।


সাধারণ মানুষ জানে না কি ভাবে বাঁচতে হয়
সংসারে হাবুডুবু খেতে খেতে আধমরা ভাবে বেঁচে থাকা
এটাই কী বলে জীবন, নাকি জীবন নামক জীবাশ্ম!


ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দেখছে অভুক্ত হাহাকার
ডুবন্ত নৌকার যাত্রীর মত চীৎকার করছে মানুষ
চোখের জল মিশে যায় অশান্ত নদীর লবণাক্ত জলে।


কঙ্কালসার শরীরে হাড় ক’খানাই সম্বল
সংসারের ঘানি টানতে টানতে মানুষ হয়ে যাচ্ছে মানসিক বিকলাঙ্গ
জীবনের নৌকাটা মজবুত না হলে একদিন ভেসে যাবে সবকিছুই।


       *******


রচনাকাল – ০৬/১১/২০২১