ফালাফালা করে উত্তুরে হাওয়ায় ঢুকছে শীতের কাঁপন
কুয়াশার পাথর জমছে গাছ গাছালিতে –
কেমন যেন থমকে গেছে গতিময় জীবন
রোদ্দুরের তেজ মৃত স্বপ্নের মত লাগে!


সূর্য ডোবা আলোও ম্লান হয়ে যায় শীতের প্রকোপে
দলছুট ফড়িং ক্লান্তিহীন ওড়াউড়ি করে মিশে যায় আঁধারে
অলীক ছায়াপথ ধরে নেমে আসে শীত ...
খড়কুটোর মত উবে যায় শেষ বিকেলের আলো!


ভালোবাসার উপত্যকায় নামে সোহাগের সুর
শীতের মরা চাঁদের আলোয় উষ্ণতা খোঁজে ঠোঁট
রাত্তির গভীর হলে নতুন সভ্যতার খিড়কী খুলে যায়
প্রতীক্ষার প্রহর শেষে জীবনের রঙ বদলে যায়!


শীতের কাঁপন হু হু করে নীরবে বাড়ছে ...
বুকের পাঁজরে জেগে উঠছে নতুন ইমারত
কুয়াশায় থমকে আছে ভোরের উৎসারিত রক্তিম আলো
জীবনের স্বরলিপি গাইতে গাইতে সূর্য ওঠে প্রতিদিন!


           *******