অন্ধকারটা বেশ গা সওয়া হয়ে গেছে
চাঁদের জ্যোৎস্না আলোও যেন সহ্য হয় না
ঘুম ভাঙা চোখে তাকিয়ে দেখি রাতের আকাশ
মৃদুমন্দ বাতাসে ভেসে আসছে অজানা ফুলের গন্ধ।


রাতের গভীরে বারান্দায় খুলে রাখি মুখোশ
অন্ধকারে নিজের ভেতরটা স্পষ্ট দেখতে পাই
দিনের আলোতে সবই তো রঙ করা মুখ
মুখ আর মুখোশের তফাৎ বোঝা যায় না।


অন্ধকারকে ভালোবাসি বলেই দিনটাকে আলাদা করতে পারি
জীবনের অবুঝ বাঁকে দাঁড়িয়ে আছে প্রতিটি মানুষ
কে কাকে টপকে যেতে পারে তারই লড়াই
খোলস ছেড়ে বেরিয়ে আসতে সব্বাই ভয় পায়।


অঝোর বৃষ্টিতে ভিজতে বড্ড ইচ্ছে করে –
কিন্তু ভয় করে যদি শরীর থেকে রঙটা উঠে যায়
ঈশ্বরও তোমাকে চিনবে না রাতের অন্ধকারে
গভীর অন্ধকারে নিজেকে উজাড় করে বিলিয়ে দাও।


         ********