মুখোশ পরে চলছে মানুষ
পেয়েছে ভীষণ ভয়
মারণ রোগকে হারিয়ে দিয়ে
করবে কবে জয়!


ঘুমের ঘোরে স্বপ্ন দেখি
আসছে তেড়ে মরণ
জীবনের গান গাইতে গাইতে
ঈশ্বরকে করছি স্মরণ।


সুখের বিছানা ভরেছে কাঁটায়
আসেনা ঘুম রাতে
জ্যোৎস্না আলোয় তবুও ভয়
উঠবো কেমনে প্রাতে!


শ্রমিক মজুর হয়েছে বেকার
অভাব দিচ্ছে উঁকি
দোকান বাজার সব জায়গায়
করছে সবাই বাকী।


শিশির ভেজা নতুন সকাল
কলরব করে পাখি
দুঃখের দিন হবে অবসান
সব্বাই মোছো আঁখি।


   ****


রচনাকাল – ২৯/০৯/২০২০