জীবনটা নয় কাব্য
************


কতো নদী পথ ভুলে বেঁকে যায়
কতো মন ভুল পথে নেবে দায়!


চেনা পথ হয়ে যায় অচেনা ...
চেনা মন কখনো বা হয় অজানা।


হাসি খুশি মনগুলো যায় হারিয়ে
ছোটো ছোটো মুখগুলো দেয় নাড়িয়ে।


কান পেতে শুনেছো কী শিশুদের কান্না
কতো রাত যায় কেটে হয় নাতো রান্না!


দেখেও দেখিনা মোরা ফুটপাতে কারা
জীবনটা নয় কাব্য, কঠিন এই ধরা।


চেতনার গান গায় মন্দির মসজিদ
পথশিশু আজও হয়ে আছে অচ্ছুৎ!


        **********  



কবিতা - মনের নদী
*************


ভোর পাখি ঘুম ভেঙে উঠেছে
শৈশব পথ ভুলে কেন হেঁটেছে!


অতীতটা আজও পথ চেয়ে বসে
গাঁয়ের নদীটা কেন বুকে এসে মেশে!


পথ ভুলে পাখিদল যায় হারিয়ে
শৈশব উঁকি দেয় সব মাড়িয়ে।


মনের নদটি আজও খরোবেগে বয়
শহরের বাবু হয়ে দম বন্ধ হয়।


অভাবের সাথে ছিল মুক্ত বাতাস
সুখ পেয়েও দেখি শুধুই আকাশ।


গাঁয়ের জীবন ছিল খুশির ভুবন
মাঠ ঘাট খাল বিল সবই আপন।


         ********