বাস ভর্তি হয়ে ফিরছে মানুষ কলকাতা থেকে
এতোটাই ভিড় যে মানুষ মুখটা উঁচু করে দাঁড়িয়ে আছে
যেন এক একটা জীবন্ত পাথর বাসে ভরে দেওয়া হয়েছে।


সবকিছু বন্ধ হয়ে যাবে এই আশঙ্কায় ঘরে ফিরছে সব্বাই
মানুষ যে কীভাবে বেঁচে আছে একমাত্র ঈশ্বরই বলতে পারবে
জীবন্ত পাথরগুলোর নড়বারও ক্ষমতা নেই।


পুরনো বছরের মতো আবার দুর্বিসহ লড়াই জীবন
ট্রেন বাস অটো সবই বন্ধ, জীবনের গতি থমকে গেছে আবার
অচিন সুখের খোঁজে অন্ধকারে খুঁজে বেড়াচ্ছে একটু আলো।


মুক্তির পথ হারিয়ে ফেলেছে বিপথগামী অসহায় মানুষ
জানালায় কড়া নাড়ছে নিঃশব্দ ঘাতকের গোপন আর্তনাদ
ঝড়ের বেগে ধেয়ে আসছে অজানা বর্ণমালার সংকেত।


জীবন্ত পাথরগুলোও যেন ভয়ে কুঁকড়ে যাচ্ছে
স্বপ্নের সলিলসমাধি হবে নিশ্চিত ধরে নিয়েছে মানুষ
সুখের উৎসরিত আলোয় কবে ভাসবে আবার আমজনতা!


          ******


রচনাকাল  - ১৬/০৫/২০২১