রূপকথার গল্প শুনতে সব্বার ভালো লাগে
কিন্তু  জীবনটা তো রূপকথা নয়
অক্ষম মানুষ গল্প শুনতে ভালো বাসে
চোখের জ্যোতিতে ক্রমশ গোধূলির ছায়া।


বসন্ত ঋতুতে দখিনা বাতাস বইবে সব্বাই জানে
শাখা প্রশাখায় মুকুল ভোরে যাবে
ঘাসের বুক থেকে উবে যাবে শিশির বিন্দুর স্পর্শ
প্রতি বছরের মত বসন্ত আসবে তার নিজস্ব রূপ রস গন্ধ নিয়ে।


তবুও ফাগুন হাওয়ায় রূপকথার গল্প কেমন যেন ফিকে হয়ে যায়
দারিদ্র্যের কষ্টি পাথরে খোদাই হয় জীবনের গল্প
অলীক অভিমানে ভেঙে যায় দুঃখের মহাকাব্য।


শৈশবেই রূপকথার গল্প সব্বার ভালো লাগে
বড় হবার সাথে সাথেই রূপকথার গল্প হারিয়ে যায়  জীবন থেকে
মুক্তি চাইছে মানুষ, মুক্তি চাইছে পৃথিবী, তবুও রূপকথার গল্পের মুক্তি নেই।


               *******


রচনাকাল  - ২০/০২/২০২২