জানালায় চোখ রেখে দাঁড়িয়ে অবহেলা
শিশিরের নরম শব্দে ভিজে ওঠে চোখ
সূর্য ডুবে গেলে জোনাকির দল করে কোলাহল
বিষণ্ণ শরীর যন্ত্রণা ভুলে যায় নিমেষে।


আগ্রসী নদীর ভাঙন ভুলে গেছে রাত্তির
তৃষ্ণার্ত পুরুষের চুম্বন শরীরে ছড়িয়েছে ত্রাস
জীবনের রং বদলে দিয়েছে পুরুষের খিদে
শরীর ভেঙে তছনছ হয় জারজ জন্মে!


অচেনা সময় থমকে দাঁড়িয়ে জানালার ওপারে
জীর্ণ কবিতার পাতায় মুখ লুকিয়ে পাপ ...
নীল ঠোঁটে গরলের চিহ্ন এঁকে দিয়ে গেছে কাপুরুষ
ক্রমশ ঝাপসা হয়ে আসে ভালোবাসার অঙ্গীকার।


পাপের হাওয়ায় পুড়ে গেছে কুমারী শরীর
আলো আঁধারী যৌবন উপত্যকা ভেঙেছে অবলীলায়
মুখ আর মুখোশ মিলেমিশে একাকার –
অন্ধ ভালোবাসা ডুবে গেছে আগ্নেয়গিরির খাদে।।


         *********