টাকার কুমির তবুও বলে হাতটা আমার ফাঁকা
চাষটা মোটেও হয়নি ভাল ব্যাঙ্কেও নেই টাকা।


বিঘা বিঘা ধানের জমি ফসল ভরা মাঠ
দুঃখ তবু সদাই করে আমার ভাঙা খাট।


চারটে আছে মাছের পুকুর রুই কাতলায় ভরা
সমাজ কাজে চাইলে বলে সবই মাছের চারা।


এমনি করে দাদুর বয়স হল আশি পার
আর কটাদিন বাঁচবো বল সবই কৃপা তাঁর।


দান ধ্যান তো দূরের কথা চাইলে পুজোর চাঁদা
গোঁফ পাকিয়ে চিল্লে ওঠে তোরা কী পাড়ার দাদা!


অসুখ হলে খেতোনা ওষুধ খেতো গাছের পাতা
উচ্ছে চিবোয় নিম চিবোয় নেই মাথায় ছাতা।


এমন কৃপণ আর দেখিনি বলতো গ্রামের লোক
মরে গেলে গাঁয়ে ভাসিয়ে করো তোমরা শোক।


দেখতে দেখতে একশো দুই দিব্যি বেঁচে দাদু
আগলে রাখে যখের ধন দাদু এখন সাধু।


            *****