ছন্দ খুঁজতে হারিয়ে ফেলেছি
নিজের আসল ছন্দ
সুখের বদলে কান্না লিখেছি
হয়েছি নিজেই মন্দ!


সততার দাম দেয়নি কেউ
উপহাস করেছে সবাই
কটু কথায় বিদ্ধ হয়েছি
বিবেক মরে জবাই!


ঝরা শিউলি গন্ধ হারিয়ে
শুকায় মাটিতে পড়ে
সততা আজ হয় বিক্রি
মানুষও যায় ঝরে।


বিবেক বুদ্ধি দেয় বিসর্জন
মন্দ কিছু লোক
সততা কেন মাটিতে গড়ায়
করবে আজও শোক?


ছন্দ হারিয়ে একি দেখলাম
জলের তলায় ঢেউ
নিজেকে বিক্রি করেছি আগেই
জানলো নাতো কেউ!


   ****