বেঁচে থাকার রসদ খুঁজতে খুঁজতে হারিয়ে ফেলেছি পথ
তপ্ত রোদ্দুরে শরীর পুড়ে হয়েছে ছাই ...
ক্ষত বিক্ষত শরীরে নেমেছে ক্লান্তির করাল ছায়া
জীবনের রঙ অক্ষত রাখতে নষ্ট হয়েছে সুখের শৈশব।


ছেঁড়া বিছানায় কাটিয়ে দিয়েছি জীবনের অর্ধেকটা সময়
অন্ধকারকে বুকে জড়িয়ে চোখের জল ফেলেছি
বৃষ্টির জল সারা রাত্তির পড়ে বর্ষার সময় ঘরের ভেতর।


বিষণ্ণ হৃদয়ে মাঝে মাঝে টাপুরটুপুর রিমঝিম শব্দ শোনা যায়
মনে হয় যেন কতকালের চেনা এই সুমধুর জলতরঙ্গ
সময়ের হাত ধরে হেঁটে চলি শতাব্দীর পর শতাব্দী ...


মেঘলা আকাশকে এখন বড্ড ভয় করে -
যদি বৃষ্টি নামে, সারা রাত্তির জেগে থাকবো ছেঁড়া বিছানায়।


শরতের শিউলি ফুলের সুবাস হৃদয়কে মোহিত করে
দিগন্ত জুড়ে সাদা কাশফুলের শোভা দুচোখ জুড়িয়ে দেয়।


প্রকৃতির এত অপরূপ শোভার মাঝে হৃদয়ের ক্ষরণটা থামে না
আজন্ম কালের কষ্ট ভুলে তাই মাঝে মাঝে শুনতে পাই জলতরঙ্গের ধ্বনি।


           *******