চাঁদ ডুবে গেছে ভেজা শিশিরের স্পর্শে
দুচোখ জুড়ে স্বপ্নের জোনাক জ্বলা ঘোর
রাত বুঝি শেষ হয়ে এলো নিঃসঙ্গ কান্না নিয়ে
ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে জীবনের  অচিন সুখ।


শীতের দাপটে কাঁপছে গৃহহীন অসুখী জীবন
লড়াই চালিয়ে যাচ্ছে আজীবন সংগ্রামী মানুষ
ঠোঁটের কোণে এক চিলতে হাসি খেলা করে নরম রোদ্দুরের মত।


ফুলে ফুলে ভরে গেছে শীতের মনোরম পরিবেশ
প্রজাপতির দল মনের সুখে মধু সংগ্রহ করছে ফুল থেকে
ভোরের আলো ফোটার আগেই মাঠ চলেছে কৃষকের দল।


জমি কৃষকের মা, জমিতেই ওদের জীবন জীবিকা
মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিতে পারবে না কেউ
মাটির বুকে যতদিন ফসল ফলবে ততদিন ওরাও থাকবে বেঁচে।


               *******


রচনাকাল  - ০৫/০১/২০২২