এতো উৎসব এতো রোশনাই
এতো খুশির আলো
কান্না বুকে লুকিয়ে রাখো
দুঃখের রঙ কালো!


জোনাকি মন দুলছে হাওয়ায়
একমুঠো রোদ খুঁজি
আঁধার পেরিয়ে জীবন সেতুতে
নেই সম্বল পুঁজি!


আবেগের রঙ হৃদয়ে লেখা
স্বপ্ন বিলাসী মন
উদাসী হাওয়ায় রূপকথা ভোর
করেছি জীবন পণ!


উৎসব করে উড়ছে টাকা
রোশনাইয়ে ঢাকে কান্না
ছিন্ন পোশাক দেখো ঈশ্বর
শিশুরাই হীরা পান্না!


প্রদীপের শিখা আঁধার ঘুচায়
তবু কেন রোশনাই
মেকি মুখোশে সভ্যতা হাসে
মানুষের কেন হুঁশ নাই!


হৃদয় গভীরে ব্যাথার দহন
উৎসবে নেই লজ্জা
বিবেক ঘুমায় কান্না শুকিয়ে
কেন এতো আলোসজ্জা!


   ****