বদলে গেছে হাসির রঙ
বদলে গেছে আকাশ
প্রদীপ জ্বলে আপন খেয়ালে
হোকনা ঝড়ো বাতাস!


বুকের নীলিমায় ভাসিয়েছি ভেলা
ভালোবাসা নয় খেলা
বালুচরে লেখা স্বপ্ন বিলাস
কাটেনা বিরহ বেলা!


ভোরের ভৈরবী সুরভিত তানে
আলোকিত হয় হৃদয়
একমুঠো রোদ ছড়ায় কিরণ
মুগ্ধ চোখের তারায়!


বন্ধ দুয়ারে পথিক এসে
বাজায় সুখের মাদল
ভালোবাসা আজ ওষ্ঠে ঘুমায়
অনাহুত নয় বাদল!


জোনাকির আলো অভিমান করে
তৃষিত হৃদয় মাঝে
সন্ধ্যা তারা মিটিমিটি হাসে
স্পর্শে সোহাগ বোঝে!


শিহরিত হয় উষ্ণ শরীর
খোঁপায় করবী ফুল
রাগ অনুরাগ জনম জনম
বিষাদে করোনা ভুল!


   ****